বৃহস্পতির রত্ন পোখরাজ (Yellow Sapphire): সংস্কৃত
নাম পুষ্পরাগ মনি, বাংলা পোখরাজ ইংরেজীতে Yellow
Sapphire। এর বর্ণ হরিদ্রাভা যুক্ত সহ বিচিত্র বর্ণে রঞ্জিত। এর প্রধঅন উপাদান এ্যালুমিনিয়াম,
ফ্লোরিন, ম্যাগনেসিয়াম। এটি সিংহল, জাপান, ব্রাজিল, আমেরিকা, আফ্রিকা, বার্মাতে
পাওয়া যায়। জ্যোতিষ শাস্ত্র মোতাবেক ধনু ও মীন রাশি ও বৃহস্পতি গ্রহের রত্ন।
রাশিচক্রে বৃহস্পতি পাপস্থ পাপ গ্রহ যুক্ত ছাড়াও হাতে বৃহস্পতির ক্ষেত্র দুর্বল,
তিল, বিন্দু, জালচিহ্ন প্রভৃতি ছাড়াও এককথায় বৃহস্পতির সকল কুপ্রভাব থেকে মুক্তি
পাবার জন্য পোখরাজ ধারণ করা উচিৎ। যাদের প্রচুর অর্থ উপার্জন হয় কিন্তু ধরে রাখতে
পারেন না। প্রতিপত্তি ও প্রভুত্বের অভাব, বেকারদের কর্মপ্রাপ্তি, রাজনৈতিক সফলতা
হচ্ছে না, দাম্পত্য জীবনে অসন্তোষ, পরনিন্দা কুড়াতে হচ্ছে, চরিত্র ভ্রষ্ট হচ্ছে
প্রভৃতি রোধে পোখরাজ ধারণে ভীষণ উপকার করে থাকে। এছাড়া চিকিৎসা বিদ্যায় ফুসফুসের
প্রদাহ, জন্ডিস, নিদ্রাপ্লুতা, চুলপড়া, কোষ্টকাঠিন্যতা, শ্বেত প্রদাহ, হৃদযন্ত্রের
ক্রিয়ায় ব্যাঘাত ঘটানো প্রভৃতি রোগে বিশেষ ভাবে কাজ করে। মেধা শক্তি তীক্ষ্ম
দৃষ্টি শক্তি আনয়ন, ব্যবসা বাণিজ্যে সফলতা, মনের মত বিবাহ ও সুসন্তান লাভে
পোখরাজের ভূমিকা অপরিহার্য্য। আয়ুর্বেদে পোখরাজ ভস্ম অমৃতপম। তবে অমসৃন, বিন্দু
দোষযুক্ত, নানা প্রভাযুক্ত, উজ্জ্বলহীন রত্ম ধারণ করলে শুভ ফলতো হয়ই না বরং অশুভ
ফল দেখা দেয়। খাটি পোখরাজ কষ্টি পাথরে ঘসলেও ক্ষয় হয়ে না এবং চুলকে আকর্ষন করে।
মনে রাখবেন পোখরাজ ভাল করে বিচার বিশ্লেষণ ও পরীক্ষা নিরীক্ষা করে ধারণ করলে
অবশ্যই ধারণকারী উপকৃত হবেন।
ওজন:
পোখরাজ ৪, ৫ অথবা ৬ ক্যারেট ব্যবহার করতে হয়।
ব্যবহারের বস্তু: পোখরাজ সোনার সাথে ব্যবহার করতে
হয়।
পোখরাজ পাথরের মূল্য কত?
ReplyDelete