Red-Coral (প্রবাল)
সংস্কৃত নাম বিদ্রুম মনি বা অঙ্গরকমনি। বাংলায় প্রবাল বা ভৌমরত্ন। এর বর্ন গাড় লাল, গৈরিক, সাদা ও কালচে লাল বর্ণের হয়ে থাকে তবে নবদিত সূর্যের বর্ণের প্রবাল সর্বৎকৃষ্ট। এর প্রধান উপাদান ক্যালসিয়া, ম্যাগনেসিয়াম কার্বন, কপাসল্ট ও ক্যালসিয়াম কার্বনেট। এটি সমুদ্যের তলদেশে বসবাসকরী প্রবাল কীট থেকে প্রবালের জন্ম হয়। জ্যোতিষ শাস্ত্র মোতাবেক প্রবাল মেষ ও বৃশ্চিক রাশি ও মঙ্গ ল গ্রহের রত্ন। রাশি চক্রের মঙ্গল পাপস্থ ভৌমদৌষযুক্ত ও হাতে মঙ্গলের ক্ষেত্র নিচ দুর্বল, কাটাকাটি, সহ প্রভৃতি অশুভ চিহ্ন রহিত থাকলে প্রবাল ব্যবহারে ভাল ফলাফল পাওয়া যায়। মঙ্গলের শুভ প্রভাবে পার্থিব সুখ, গৃহনির্মান, চিকিৎসা বিদ্যা ও আইন ব্যাবসায় উন্নতি, মামলা মকদ্দমায় জয়লাভ, কর্মের বাধা, পারিবারিক কলহ ও মনোমালিন্যতা রোধে প্রবাল পরম হিতকরী রত্ন। এছাড়াও চিকিৎসা বিদ্যায় রক্তসংক্রান্ত পীড়া, অর্শ্ব, ভগন্ধর, টিউমার, লিভার, অমাশয়, মেয়েদের জরায়ু রোগ, সুতিকা, লিউকোরিয়া, ডায়াবেটিস হৃদরোগ, ব্রন, ফোড়া কার্বাঙ্কল, অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডার ও কিডনিষ্টোন প্রভৃতি রোগে প্রবাল মন্ত্রের মত কাজ করে। আয়ুর্বেদে প্রবাল চুর্ন প্রয়োজনীয় উপাদান। খাটি প্রবাল ২৪ ঘন্টা দুধে ভিজিয়ে বাখলে দুধের বর্ণ ধারণ করে, লেবুর রসে স্থাপন করলে ভষ্মিভুত হয়। তবে যে প্রবাল পোঁকা, পুটিং করা, কালচে রং যুক্ত সেটা বর্জন করা উচিৎ। গৈরিক প্রবাল মঙ্গল ও বৃহস্পতির কাজ করে। সাদা প্রবাল চন্দ্র ও শুক্রের কাজ করে।
0 comments:
Post a Comment