শুক্রের রত্ন হীরা (Diamond): হীরা হলো বিশুদ্ধ
অঙ্গারের আকৃতি গত একটি রুপান্তর যা পৃথিবীর অভ্যন্তর ভাগে কয়লার খনিতে প্রচুর তাপ
ও চাপের ফলে সৃষ্টি হয়। এর প্রধান উপাদান বিশুদ্ধ কার্বন। অঙ্গার, বেরিলিয়াম,
এ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, তামা, লোহা, কপা, জিঙ্ক, হাইড্রোজেন, অক্সিজেন, সিলিকন,
নাইট্রোজেন, কোবাল্ট প্রভৃতি থাকাতে সর্বরোগের মহা ঔষধ হিসাবে এবং আয়ুর্বেদে
শ্রেষ্ঠ অনুপান হিসাবে হীরা ভষ্ম অমৃতপম। জ্যোতিষশাস্ত্র মোতাবেক বৃষ ও তুলারাশি ও শুক্র গ্রহের
রত্ন। রাশিচক্রে শুক্র পাপস্থ হলে ও হাতে শুক্রের ক্ষেত্রে গ্রীল, ক্রস, তিল,
বিন্দু প্রভৃতি অশুভ চিহ্ন থাকলে হীরা ব্যবহারে শুক্রের কু-প্রভাব থেকে মুক্ত হওয়া
যায়। শুক্রের শুভ প্রভাবে বা হীরা ধারনের ফলে মানবকে লৌহমাববে পরিণত করে ছাড়াও বল,
বীর্য, তেজ, আয়ুবৃদ্ধি করে। এককথায় শুক্র হচ্ছে সুখ, শান্তি, ধন ঐশ্বর্য প্রভৃতির
কারক শিল্প প্রতিভা, দম্পত্য সুখ, অঙ্গের সৌষ্টব বৃদ্ধি, নারী পুরুষের যৌনসুখ পেতে
যৌন শক্তিকে বৃদ্ধিকরে বেশী বয়সের যুবক যুবতীদের কম বয়সী বলে মনে হয়। অপমৃত্যু
থেকে রক্ষা পায়, রোগব্যাধি বিনষ্ট হয় সুখ-শান্তি প্রদান করে থাকে। হীরকের একমাত্র
পরীক্ষা হল হীরক দ্বারা কাঁচ কাঁটা যায়। এছাড়া একটি সুচের দ্বারা একটি কার্ডকে
ছিদ্র দর্শন করা যায় তাহলে সেটি আসল হীরা বলে জানবেন। হীরা ভাল করে শোধন করে
পরিধান না করিলে ধারণ কারীর ক্ষতি হয়।
ওজন:
হীরা ৬০ সেন্ড থেকে ১ ক্যারেট ব্যবহার করতে হয়।
ব্যবহারের
বস্তু: হীরা প্লাটিনাম অথবা রূপার সাথে ব্যবহার করতে হয়।
0 comments:
Post a Comment