কেতু রত্ন বৈদ্যুর্য্যমনি (Cats Eye): ক্যাটস্ আই বিভিন্ন বর্ণের
যেমনঃ শুকনা বাঁশের পাতার মত, ময়ুর কন্ঠের মত নীল, পীত, শ্বেত, সবুজ, হলুদ,
সোনালী, রক্তাভাযুক্ত ও ছাই রঙের হয়ে থাকে। এর প্রধান উপাদান সিলিকন,
ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম প্রভৃতি। এটি সিংহল, বাটাভিয়া, নিকোরব, মাদ্রাজ,
উড়িষ্যাসহ বিভিন্ন দেশে পাওয়া যায়। জ্যোতিষ শাস্ত্র মোতাবেক কেতু গুহ বৈগুণ্য হলে
ক্যাটস্ আই ধারণ করতে হয়। কেতুর শুভ প্রভাবে লটারী ফাটকা, জুয়া, শেয়ার বাজারের
ব্যবসা ছাড়াও আকস্মিক ঝটকা অর্থ উপার্জনে সহায়তা করে। আর অশুভ রহস্যময়তা,
স্বার্থপর, গুপ্তশুক্রর আক্রমন, উচ্চস্থান থেকে পতন, কলহ, যৌনরোগ, জলেডুবা,
সর্পদংশন প্রভৃতির হাত থেকে বাঁচতে ক্যাটস আই ধারণ করা উচিৎ।
যেসব
মানব প্রতিপদক্ষেপে বাঁধা খান, পরস্পর ভুল বুঝাবুঝি লেগে থাকে, কোন কাজ শেষ হতে না
হতে থেমে যায় তাদের ক্যাটস্ আই আকস্মিক ফলপ্রদান করে এছাড়া যারা গুপ্ত বিদ্যাকে
পেশা হিসাবে নিয়েছেন তাদের জন্য ক্যাটস্ আই ভীষণ উপকারী রত্ন। খাঁটি ক্যাটস্ আই
কষ্টিপাথরে ঘসলেও তার উজ্জ্বলতা নষ্ট হয় না। সঠিক বিচার বিশ্লেষণ ও শোধন করে না
ধারণ করলে দুর্ঘটনায় নিমজ্জিত হবার সম্ভাবনা বেশী।
ওজন:
ক্যাটস্ আই ৫ অথবা ৬ ক্যারেট ব্যবহার করতে হয়।
ব্যবহারের
বস্তু: ক্যাটস্ আই সোনা অথবা রূপার সাথে ব্যবহার করতে হয়।
ক্যাটস আই কোন আংগুলে পড়ে ?
ReplyDeleteক্যাটস আই কোন আংগুলে পড়ে ?
ReplyDelete