রাহুর রত্ন গোমেদ (Jacinth): এটি বর্ণ গোমুত্রের মতহ আভাযুক্ত,
মৃদু শীতল স্পর্শ, মনোরম, ছিদ্র, রেখা বর্জিত, বিন্দুরহিত উজ্জ্বল গোমেদ ধারণ করলে
ধারণকারীর রাহুর কুপ্রভাব বিনষ্ট হয়। রাহুর কুপ্রভাবে উন্মত্ততা, চোর ভয়, অগ্নিভয়,
অস্ত্রভয়, শক্রভয়, মামলা মকদ্দমা ভয়, সম্মান ভয়, পরস্ত্রীতে আসক্তি, গনিকালয়ে গমন,
বিনা কারণে দুর্নাম, ঋণ গ্রস্থতা, আকস্মিক দুর্ঘটনা সহ সকল বিপদ আপদের কারক
একমাত্র রাহু। এছাড়া চিকিৎসা বিদ্যায় পক্ষাঘাতিক বাত, কলেরা বসন্ত, কুৎসীৎ যৌণরোগ
প্রভৃতিতে গোমেদ ব্যবহারে এক আশ্চার্য্য রকমের ফল পাওয়া যায়। এর প্রধান উপাদান
সিলিকন, জির্কেনিয়াম নামক এক প্রকার দুষ্প্রাপ্য ধাতুর সংমিশ্রনে আসল গোমেদ সৃষ্টি
হয়। জ্যোতিষ শাস্ত্র ও হস্তরেখা বিদ্যায় রাহুর কৃপ্রভাব বা কৃদৃষ্টি থেকে পরিত্রাণ
পাবার জন্য রাহুরত্ন বা গোমেদ ব্যবহার করা হয়। গোমেদ সিংহলী, গয়া, উড়িষ্যা ছাড়াও
অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়া ও পাকিস্তানে প্রচুর জন্মায় তম্মধ্যে সিংহলী গোমেদ
সর্বশ্রেষ্ঠ। খাঁটি গোমেদ জলপূর্ণ পাত্রে রাখলে সেই জলে গোমেদের আভা দেখা যায়। এটি
কষ্টি পাথরে ঘসলেও ক্ষয় হয় না। এটি ঠিকমত শোধন করে না পরলে ধারণকারীর বিপদের ভয়
থাকে।
ওজন: গোমেদ ৮
অথবা ১০ ক্যারেট ব্যবহার করতে হয়।
ব্যবহারের
বস্তু: গোমেদ রূপার সাথে ব্যবহার করতে হয়।
শিলং গোমেদের দাম কত?
ReplyDeleteঅরজিনাল গোমেদ কিভাবে বুঝবো আর দাম কতো হবে।
ReplyDelete