বুধের রত্ন পান্না
(Emerald): সংস্কৃত নাম মরকত মনি বাংলায় পান্না ইংরেজীতে Emerald নামে পরিচিত। এর
বর্ণ শৈবাল দলের বা ময়ুরপুচ্ছের মত সবুজবর্ণ দুর্বাঘাসের মত শ্যামল, স্ফটিকের মত
উজ্জ্বল, সূর্যালোকের ন্যায় চারিদিকে রশ্মি বিকির্ণ হয়ে থাকে। এর প্রধান উপাদান
ক্যালসিয়াম, লৌহকনার সংমিশ্রণ, এ্যালুমিনিয়াম ও বেরিলিয়াম। এটি রাশিয়া, ব্রাজিল,
কলম্বো ও ভারতে প্রচুর পরিমানে পাওয়া যায়। জ্যোতিষ শাস্ত্রে মোতাবেক মিথুন ও কন্যা
রাশি ও বুধ গ্রহের রত্ন। রাশিচক্রে বুধ পাপস্থ এবং হাতে বুধের ক্ষেত্র দুর্বল
থাকলে পান্না ব্যবহারে ভাল ফল পাওয়া যায়।বুধের শুভ প্রভাবে বুদ্ধিবৃত্তি, বিচার
শক্তি, গণিতে পারদর্শী, ব্যবসা বণিজ্যে উন্নতি, বালকসুলভ মনোভাব পুষ্টি ও
কান্তিবর্ধক ছাড়াও শিশুদের জন্য খুবই উপকারী রত্ন। এছাড়াও চিকিৎসা বিদ্যায়
মস্তিষ্ক বিকৃতি, উষ্মাদ, বাচালতা, বধিরতা, তোতলপামী, রক্তচাপ, ম্যানিয়া, আলসার
প্রভুতিতে পান্না বিশেষ ফলদান করে। এক কথায় বলা যায় পান্নার কোন পার্শ্ব
প্রতিক্রিয়া নেই। তবে শর্করার মত অমসৃন, রুক্ষভাব, ওজনে হাল্কা, সৌন্দর্য্যহীন
পান্না ব্যবহার করা উচিৎ নয়। মনে রাখবেন আজকাল অনেক কেমিক্যাল পাথরকে রঞ্জিত করে
পান্না বলে চালানো হয় সাবধান সৎ ও অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা পরীক্ষা না করিয়ে পান্না
ধারন করবেন না।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment