শনির রত্ন নীলা (Blue Sapphire): সংস্কৃত নাম
নীলকান্তমনি ইংরেজীতে Blue Sapphire, বাংলায় নীলা। এর বর্ণ শুব্র, নীল, হরিদ্রা ও
কালচে আভাযুক্ত। এর প্রধান উপাদান এ্যালুমিনিয়াম অক্সাইড, কোবাল্ট ছাড়াও স্যাফায়ার
এর উপাদান সবই নীলার মধ্যে বিদ্যামান। এটি সিংহল, বার্মা, কাশ্মীর, থাইল্যান্ডে
পাওয়া যায়। তন্মধ্যো কাশ্মীরি নীলা সর্বৎকৃষ্ট। বাজারে রক্তমুখী, ইন্দ্র, পিতম্বরী,
অপরাজিতা প্রভৃতি নীলা পাওয়া যায়া। জ্যোতিষ শাস্ত্র মোতাবেকা মকর ও কুম্ভ রাশিও
শনি গ্রহের রত্ন। রাশিচক্রে শনি নিচস্থ, দুর্বল পাপস্থ, শনি রাহুযুক্ত বা
মঙ্গলযুক্ত হলে বা হাতে শনির ক্ষেত্র দুর্বল, কাটাকাটি, নিচু, ত্রিশুল, ক্রশ, তিল,
বিন্দু প্রভৃতি চিহ্ন রহিত থাকলে নীলা ব্যবহার করা উচিৎ। তবে কোন নীলা পরবেন তা
অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা বিচার বিশ্লেষণ করে তবেই পরবেন মনে রাখবেন নীলা ব্যবহারে
সতর্ক না হলে মহাবিপদ ঘটতে পারে। শনির শুভ প্রভাবে মানবকে স্বসাগরা ধরণীর অধিপতি
করে তোলে। আর অশুভ প্রভাবে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান মনস্তাপ, আত্মীয় কলহ,
পরোপজীবিকা, মন্দগামী ও কুটবুদ্ধি সম্পন্ন করে তোলে। এছাড়া চিকিৎসা বিদ্যায় কফ,
পিত্ত, বায়ুনাশ করে মনের বিষন্ন অবস্থা, স্নায়ুবিক দুর্বলতা, দুরাগ্য ব্যাধিপীড়ায়
নীলা ভীষণ উপকারী রত্ন। খাঁটি নীলাকে শতগুণ দুগ্ধ মিশ্রিত করে রাখলে দুধের মধ্য
থেকে নীল আভা দেখা যায়। মনে রাখবেন যে নীলা চাকচিক্যহীন, মলিন, ওজনে হাল্কা, গাত্র
অসমান, তা ধারণ করলে ধারণ কারী মহাবিপদে পড়তে পারেন।
ওজন:
নীলা ৪, ৫ অথবা ৬ ক্যারেট ব্যবহার করতে হয়।
ব্যবহারের বস্তু: নীলা রুপার সাথে ব্যবহার করতে হয়।
price
ReplyDelete